দার্জিলিংয়ে এবার সিনেমার শ্যুটিংয়ে এসেছেন মমতা শঙ্কর

নিজস্ব প্রতিবেদনঃ করোনা আবহের সঙ্গে লড়াই করে রীতিমতো সচেতনতা মেনে দার্জিলিং পাহাড়ে একের পর এক সিনেমার শ্যুটিং হয়ে চলেছে। এখন শ্যুটিংয়ে এসেছেন প্রখ্যাত অভিনেত্রী তথা শিল্পী মমতা শঙ্কর। পরিচালক অঞ্জন দত্তের একটি বাংলা ফিচার ফিল্মে তিনি অভিনয় করতে এসেছেন। শিলিগুড়ি মুভি ক্রাফট মিডিয়া এই শ্যুটিংয়ের লাইন প্রডিউসার।

করোনার জন্য দার্জিলিং ও ডুয়ার্সে ফিল্ম ট্যুরিজম মুখ থুবড়ে পড়ে। সেই দুর্যোগ কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে সিনেমা শ্যুটিং শিল্প। সম্প্রতি টালিগঞ্জ থেকে বেশ কয়েকজন অভিনেতা, অভিনেত্রী দার্জিলিং ও ডুয়ার্সে এসে অভিনয় করে গিয়েছেন। এখন এসেছেন মমতা শঙ্কর। মুভি ক্রাফট মিডিয়ার শিল্পী বাবলু ব্যানার্জী, চৈতালি ব্যানার্জী সহ অন্য কর্মীরা সেই শ্যুটিংয়ের বিভিন্ন স্থানীয় আয়োজন পরিচালনা করছেন। দার্জিলিংয়ের ম্যাল, লেবং, ক্যাভেন্ডার্স প্রভৃতি স্থানে শ্যুটিং হচ্ছে। ২ নভেম্বর পর্যন্ত টানা শ্যুটিং চলবে বলে জানিয়েছেন মুভি ক্রাফট মিডিয়ার তরফে চৈতালি ব্যানার্জী।

চৈতালিদেবী আরও জানিয়েছেন, অঞ্জন দত্তের সিনেমা ছাড়াও এখন তাদের পরিচালনায় গুগল পে এবং কোকাকোলারও কিছু বিজ্ঞাপনী কাজের শ্যুটিং চলছে দার্জিলিংয়ে। এরজন্য মডেল-শিল্পীরা মুম্বাই থেকে দার্জিলিং এসেছেন। তাঁরা মুভি ক্রাফট মিডিয়ার মাধ্যমে দার্জিলিং ও ডুয়ার্সের ফিল্ম ট্যুরিজম বিকাশে সবসময় কাজ করে চলেছেন।