
নিজস্ব প্রতিবেদনঃগাজলডোবার কাঠামবাড়ি এলাকায় বাড়ি অর্জুন সরকারের। দৃষ্টিহীনতার মতো প্রতিবন্ধকতা উপেক্ষা করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অর্জুন। দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। ইতিমধ্যে তাঁর মেধা দিয়ে ব্যতিক্রমী নজির তৈরি করছেন অর্জুন যা অনেকের কাছে অনুপ্রেরণার বিষয়। উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের তরফে মঙ্গলবার অর্জুনের হাতে একটি মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে। মোবাইলের অভাবে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল অর্জুনের। এদিন পৌষ মেলা ট্রাস্টের তরফে এরকম মানবিক মুখের পরিচয় পেয়ে মুখে হাসি ফোটে অর্জুনের।

প্রসঙ্গত উত্তরবঙ্গের সংস্কৃতি বিকাশে বহু বছর ধরে ধারাবাহিক কাজ করে চলেছে উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্ট। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে পৌষ মেলার আসর বসে। এবার অবশ্য করোনা পরিস্থিতির কারনে সেই মেলা বসছে না।এই মেলার লভ্যাংশের একটি অংশ সামাজিক ও মানবিক কাজে ব্যয় হয়। মেলার অন্যতম কান্ডারী বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা। মঙ্গলবার ওই দৃষ্টিহীন প্রতিভাবান ছাত্রকে যে সাহায্য করা হল তার তারিফ করছেন সকলেই।