শিলিগুড়ি জেলা হাসপাতালে সৌর বিদ্যুৎ, রাজ্যে প্রথম হওয়ার পুরস্কারের টাকায় সৌন্দর্যায়ন

নিজস্ব প্রতিবেদনঃ সৌর বিদ্যুৎ দিয়ে আলো জ্বালানোর ব্যবস্থা হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। প্রথমে একটি ওয়ার্ডে আলো জ্বালানোর সেই ব্যবস্থা হচ্ছে। তারপর ধীরে ধীরে অন্য ওয়ার্ডেও তা হবে। বিকল্প শক্তির সন্ধানের জন্যই এই ব্যবস্থা হচ্ছে বলে জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন।

মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠক বসে। সেখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তারমধ্যে সৌর বিদ্যুৎ এর ব্যবহার একটি বিষয়। সম্প্রতি রাজ্যের হাসপাতালগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শিলিগুড়ি জেলা হাসপাতাল। সেই পুরস্কার মূল্যের টাকায় ফিভার ক্লিনিকের সৌন্দর্যায়ন হবে বলেও এদিন স্থির হয়েছে। হাসপাতালের বর্জ্য থেকে মিশ্র সার তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। সেই সার হাসপাতাল চত্বরে বিভিন্ন গাছে ব্যবহার হবে বলেও স্থির হয়েছে।