
মহিলা শিল্পোদ্যোগীরা রপ্তানি বানিজ্যে কিভাবে আরও এগিয়ে যেতে পারেন তা নিয়ে বুধবার শিলিগুড়ি সেভক রোডের ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে আলোচনা অনুষ্ঠান হলো। শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন অফিস-হলে অনুষ্ঠিত সেই আলোচনা অনুষ্ঠানের মূল আয়োজক ছিল জয়পুরের কাটস ইন্টারন্যাশনাল। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের শীর্ষ সংস্থা ফোসিন এবং শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট এসোসিয়েশন। সরকারের এমএসএমই দপ্তরের সহ অধিকর্তা টি কে ব্যানার্জী, ফোসিন সম্পাদক বিশ্বজিৎ দাস, শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল
সরকার, শ্যামল সরকার সহ আরও অনেকে সেখানে বক্তব্য রাখেন। রপ্তানি শিল্প বানিজ্যে মহিলা শিল্পোদ্যোগীরা কিভাবে আরও এগিয়ে যেতে পারেন তা নিয়ে সেখানে আলোচনা এবং উৎসাহ প্রদান করা হয়। ১৭ জন মহিলা শিল্পোদ্যোগী সেখানে উপস্থিত ছিলেন।

শিলিগুড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উৎপল সরকার জানিয়েছেন, বহু মহিলা এখন শিল্প কারখানা গড়ে স্বনির্ভর হচ্ছেন। এটা খুব ভালো। এদিন যেসব মহিলা এসেছিলেন তাদের মধ্যে একজন জানতে চাইছিলেন, তাঁর উৎপাদিত পন্য তিনি ভিয়েতনাম পাঠাতে চান। ভিয়েতনাম থেকে আগ্রহও প্রকাশ করা হয়েছে। কিন্তু তিনি রপ্তানির সব নিয়ম পদ্ধতি জানেন না। তাঁকে এদিন সব নিয়ম পদ্ধতি জানিয়ে সহায়তার কথা বলা হয়েছে। এক মহিলা শিল্পোদ্যোগী বলছিলেন, বিদেশ থেকে আসা লোকজন কিছু মানুষ তাঁর উৎপাদিত পন্য ডলার দিয়ে কিনতে চান। কিন্তু তার সব নিয়ম পদ্ধতি জানা নেই। তাঁকে এদিন সব নিয়ম জানানো হয়েছে। এভাবে এদিন যারা হস্ত শিল্পের কাজ করেন তাদের পন্য বিদেশে রপ্তানি নিয়েও আলোচনা, পরামর্শ দেওয়া হয়েছে। এম এস এম ই দপ্তরও তাদের সহায়তার আশ্বাস দিয়েছে।