
নিজস্ব প্রতিবেদনঃ এগিয়ে আসছে বড় দিন,২৫ ডিসেম্বর। তার সঙ্গে এগিয়ে আসছে নতুন বছর ২০২১ সাল।এবার করোনা পরিস্থিতিতে অন্যরকমভাবে পালিত হবে বড় দিন। শিলিগুড়ি প্রধান নগরে ক্যাথলিক ডায়োসিস অফ বাগডোগরার বিশপ ভিনসেণ্ট আইন্ড এইসময় দিয়েছেন শান্তির বার্তা।একইসাথে তিনি বিভিন্ন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে এবার বড় দিনের বাজেট কমিয়ে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন।

করোনার জেরে এবার দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো সবেতেই স্বাস্থ্য বিধি মেনে চলার আলোচনা হয়। এবার সামনে বড় দিন। তার সঙ্গে রয়েছে নতুন বছর। বিশপ ভিনসেণ্ট আইন্ড বলেছেন, তিনি সর্বত্র বড় দিনের অনুষ্ঠান বাজেট কমানোর কথা বলেছেন। বড় দিনের আনন্দ অনুষ্ঠান কমিয়ে গরিব দুঃখীদের পাশে থাকার ওপর জোর দিয়েছেন। করোনা থেকে শিক্ষা নিয়ে নতুন ২০২১ সালে শান্তির ওপর তাঁরা জোর দিয়েছেন।