
নিজস্ব প্রতিবেদনঃ অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়া বা কোনও অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার অভুক্তদের পৌঁছে দিতে শিলিগুড়ি শহরে শুক্রবার শুরু হল অন্যরকম এক এম্বুলেন্স পরিষেবা।

অপর্না ঘোষ এবং জ্যোতিরানী মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে একটি রিলিফ ভ্যান বা এম্বুলেন্স দেওয়া হল শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীমকে। স্বেচ্ছাসেবী মধুমিতা ঘোষ সেটি দান করেছেন। শুক্রবার শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। সেখানে পুলিশের ডেপুটি কমিশনার সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ইউনিক ফাউন্ডেশন টীমের তরফে শক্তি পাল বলেছেন, এই এম্বুলেন্স শুধু অসুস্থ রুগীদেরই নয়,সাহায্য করবে রাস্তার ভবঘুরেদের সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া,বেঁচে যাওয়া খাবার পৌঁছে দেওয়া সেই সব মানুষদের কাছে, যাদের দুবেলা খাবার জোটে না।রাতে বাড়ি না ফেরা সন্তান,বা মা বাবাকে বাড়িতে পৌঁছে দেওয়া, এই সব দুঃসাহসিক কাজ করতে এগিয়ে আসছে ইউনিক ফাউন্ডেশন।