
নিজস্ব প্রতিবেদনঃ বহু বছর আগে তাঁর কাছে পাড়ার মোড়ে আড্ডা দেওয়ার ডাক এসেছিলো। কিন্তু সেই ডাক উপেক্ষা করে পাওয়ার লিফটিংয়ের নেশায় ডুব দেয় শিলিগুড়ি দক্ষিন একটিয়াশালের যুবক কুন্দন ঠাকুর। আর সেই নেশাই আজ তাঁকে বিশ্ব পাওয়ার লিফটিং প্রতিযোগিতা থেকে সোনা ও ব্রোঞ্জ পদক এনে দিল।

সম্প্রতি মহারাষ্ট্রের অমরাবতীতে ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে পুরস্কার নিয়ে এসেছে কুন্দন। আর্থিক কারনে পড়াশোনা বিশেষ হয়নি তাঁর। বাবা সেলুন কর্মী। আর কুন্দনকে ঘরের অভাব মেটাতে মার্বেল মিস্ত্রীর কাজ করতে হয়। এর ফাঁকেই অনুশীলন। এমনকি বিশ্ব পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগে কুন্দনকে তাঁর স্ত্রীর সোনা গহনা বন্ধক দিতে হয়। সুদেও টাকা সংগ্রহ করতে হয়। ভবিষ্যতে পাওয়ার লিফটিং নিয়ে অনেক স্বপ্ন দেখে কুন্দন। কিন্তু আর্থিক সমস্যা তাঁকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। শিলিগুড়ির বিখ্যাত অশোক চক্রবর্তী কুন্দনের প্রশিক্ষক। কুন্দন বলে, বহু বছর আগে পাড়ার মোড়ে আড্ডা দেওয়ার ডাক এসেছিলো। কিন্তু তাতে সাড়া না দিয়ে ভাবি, পাওয়ার লিফটিং নেশা করবো। সেই নেশাই আজ বহু পুরস্কার এনে দিচ্ছে।