
নিজস্ব প্রতিবেদনঃ মহারাষ্ট্রের অমরাবতীতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশীপে তিনটি সোনা জিতে এসেছেন শিলিগুড়ি শান্তি নগরের যুবক পিঙ্কু দে। আর এই সোনা জয়ের পিছনে পিঙ্কু যেমন তাঁর প্রশিক্ষক অশোক চক্রবর্তীর উৎসাহের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তেমনই স্বামী বিবেকানন্দের বানীকে বড় প্রেরনা হিসাবে উল্লেখ করেন।

সম্প্রতি ওয়ার্ল্ড পাওয়ার লিফটিংয়ে জয়জয়কার হয়েছে শিলিগুড়ির। জয়ীদের তালিকায় রয়েছেন পিঙ্কুও। তিনটি বিভাগে নেপাল, শ্রীলঙ্কা এবং অন্য প্রতিযোগীদের হারিয়ে পিঙ্কু সোনার মেডেল জিতেছেন। তাঁর বাবা সামান্য সাইকেল মিস্ত্রী। সংসারের চাপ এবং নিজের পাওয়ার লিফটিংকে এগিয়ে নিয়ে যেতে পিঙ্কুকে বাড়ি বাড়ি গিয়ে কিংবা জিমে গিয়ে অন্যদের পাওয়ার লিফটিং শেখাতে হয় কিছু পারিশ্রমিকের বিনিময়ে। প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার আগে তাঁকে নিয়মিত এক কেজি করে মুরগির মাংস এবং কুড়িটি করে ডিম সিদ্ধ খেতে হয়েছে। ভবিষ্যতে পাওয়ার লিফটিং নিয়ে আরও স্বপ্ন দেখেন পিঙ্কু। তবে আর্থিক সমস্যা মেটাতে তাঁর চাই স্পনসরার। আর পাওয়ার লিফটিং নিয়ে এই লড়াইয়ে তাঁর মানসিক শক্তি এসেছে স্বামী বিবেকানন্দের বানী থেকে। স্বামী বিবেকানন্দের বানীগুলো পিঙ্কু নিয়মিত পড়ে। তাঁর কথায়, স্বামীজির বই বাড়তি শক্তি আনে মনে। প্রসঙ্গত পাওয়ার লিফটিংয়ের পাশাপাশি বডি বিল্ডিংও করে পিঙ্কু।আর দার্জিলিং জেলায় তিনবার স্ট্রং ম্যান নির্বাচিত হয়েছেন পিঙ্কু।