পিঠে-পায়েস থেকে অন্য হস্ত সম্ভার, মহিলাদের আধুনিক হাট জমজমাট শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদনঃ শনিবার শিলিগুড়ি হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে শুরু হয়েছে মহিলাদের হস্ত শিল্পের সম্ভার নিয়ে এক আধুনিক হাট। রবিবার পর্যন্ত তা চলবে। আয়োজক ব্রিস্ক এডুকেয়ার এন্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি। মহিলাদের স্বনির্ভরতার প্রয়াসে এ এক অন্যরকম হাট।

হাটের নাম রুপংদেহী। দুর্গা পুজোর আগে হায়দরপাড়ার শ্রীমা ভবনে হয়েছিল এরকম হাট। এবার প্রায় চল্লিশ জন মহিলার হস্ত শিল্পের সম্ভার নিয়ে হায়দরপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে। যাঁর মাথা থেকে এই ভাবনা সেই পারমিতা দাশগুপ্ত জানাচ্ছেন, এরকম উদ্যোগ মাঝেমধ্যেই হবে। এবার বড় দিন, নতুন বছর, পৌষের পিঠে পুলিকে সামনে রেখে বসেছে হাট। তবে করোনা সচেতনতা মেনেই সব কাজ তাঁরা করছেন। হাটে কেও পিঠে পুলি, কেও নিজেদের চকোলেট, কেউবা অন্য হাতের কাজ নিয়ে উপস্থিত হয়েছেন। তার বাইরে বড় দিনকে সামনে রেখে হাতে তৈরি ক্রিসমাস ট্রিতো আছেই।