
নিজস্ব প্রতিবেদনঃ দিন বা রাত কারও জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে দৌড়ে যায় শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীম।আবার রাস্তার ধারে পড়ে থাকা অসহায় মানুষদের পাশে থাকা কিংবা করোনা দুর্যোগে বিপাকে পড়া অসহায় দুঃস্থ মানুষদের উপহার-ত্রান পৌঁছে দিতেও অগ্রনী ভূমিকা পালন করছে শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীম। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান হল রবিবার।

এদিন শিলিগুড়ি শক্তি গড়ের রবীন্দ্র মঞ্চে ওই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে আর্থিকভাবে অনগ্রসর মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। তার সঙ্গে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অশোক চক্র জ্ঞানেন্দ্র রাই, ভারত সেবাশ্রম সংঘের স্বামী অতীশানন্দ মহারাজ,উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কল্যান খান, বঙ্গ রত্ন ভারতী ঘোষ, সমাজসেবী পীযূষকান্তি রায়, শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক রুপক দেসরকার, শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির কৌস্তুভ দত্ত ও রোজলি দত্ত সহ আরও অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিকের সমাজসেবী শক্তি পাল বলেন, তাঁরা মানুষের সেবায় আগামীতে আরও কাজ চালিয়ে যাবেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাট্যকার ও সমাজসেবী বিশ্বজিৎ রায়।