শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে উত্তরবঙ্গ পৌষ মেলার প্রতীকি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে সূর্যসেন পার্কের পাশে সোমবার অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ পৌষ মেলার প্রতীকি অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে প্রতীকি অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট।

প্রতি বছর ডিসেম্বর মাসের শেষে শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে উত্তরবঙ্গ পৌষ মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের প্রতিভা বিকাশে বিগত কয়েকবছর ধরে এই মেলার মঞ্চ একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। এছাড়া মেলা থেকে সংগৃহীত অর্থে আর্থিকভাবে অনগ্রসরদের উৎসাহিত করা হয়। তার বাইরে মেলার মাধ্যমে আরও অনেক সামাজিক কর্মসূচি পালিত হয়। সবমিলিয়ে এই মেলা বহু মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার কিন্তু করোনা পরিস্থিতিতে মেলা অনুষ্ঠিত হল না।তার পরিবর্তে প্রতীকি একটি অনুষ্ঠান হল সোমবার বিকালে। মেলা কমিটির প্রধান তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা জানিয়েছেন, প্রতি বছর সাড়ে তিন থেকে চার হাজার শিল্পী অংশগ্রহণ করেন মেলার অনুষ্ঠান মঞ্চে।এবার তিন ঘন্টার প্রতীকি অনুষ্ঠানে ৬০ জন শিল্পী অংশ নিলেন।