
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় পরিযায়ী পাখিদের আসার রাস্তাকে আরও শক্তপোক্ত করতে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে পরিবেশপ্রেমী সংস্থা অপটোপিক। মঙ্গলবারও সেখানে সভা হল।তাতে বক্তব্য রাখলেন পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী, বিশিষ্ট পুলিশ অফিসার তথা পরিবেশপ্রেমী অচিন্ত্য গুপ্ত, বন দপ্তরের অফিসার বাদল দেবনাথ, সেচ দপ্তরের অফিসার এন কে সিং প্রমুখ। ওই এলাকায় পোড়াঝাড় গ্রামে বহু দূর থেকে আসা বিলুপ্তপ্রায় চড়াই প্রজাতির পাখি ইয়েলো ব্রেস্টেড বান্টিং বাঁচানোর জন্য তাঁরা আন্দোলন শুরু করার কথাও জানান।

ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ সংলগ্ন এলাকাকে দূষণমুক্ত করতে কার্যত সার্থকতা পেয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবি সংস্থা অপটোপিক। তাদের একের পর এক সচেতনতামুলক কর্মসূচির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে পরিবেশ বিরোধী মানুষেরা। তাইতো আজ মহানন্দা ব্যারেজ এলাকায় স্বচ্ছন্দে চলাফেরা করছে দূরদূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিরা। এবার লক্ষ্য ইয়েলো ব্রেস্টেড বান্টিং পাখিকে রক্ষা করা। তবে তার জন্য প্রয়োজন সচেতনতা।আর সেই সচেতনতা গড়ে তুলতেই মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ব্যারেজ এলাকায় এক আলোচনাসভার আয়োজন করলো অপটোপিক।
চড়ুই প্রজাতির এই ইয়েলো ব্রেস্টেড বান্টিং এই পাখিটি বর্তমানে বিলুপ্তির পথে।এর সংখ্যা সারা বিশ্বে মাত্র ২০০০ থেকে ২.৫০০।তবে আশ্চর্যভাবে এদের দেখা পাওয়া গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি পোড়াঝাড়ে।আর তারপর থেকেই এদের অস্তিত্ব রক্ষার্থে তোড়জোড় শুরু করেছে শিলিগুড়ির ওই স্বেচ্ছাসেবী সংস্থা।সংস্থার কর্নধার তথা সভাপতি দীপজ্যেতি চক্রবর্তি জানান,মুলত কৃষি জমির ঝোপঝাড়েই এই পাখিগুলো খাদ্যের খোঁজে আসে।তবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সেগুলোকেও কেটে ফেলছে মানুষ।তাই ঝোপঝাঁড় বাঁচিয়ে এদের রক্ষা করতে হবে। তার জন্য প্রয়োজন মানুষকে সচেতন করা। সেই লক্ষ্যেই তাদের সংস্থা অপটোপিক
লাগাতার কাজ করে চলবে বলে জানান দীপজ্যোতিবাবু।