মানুষ ও প্রকৃতি পরস্পর পরিপূরক, পাখিদের জন্য ইউনিক আয়োজন

নিজস্ব প্রতিবেদনঃ বৃহস্পতিবার শিলিগুড়ি সূর্যসেন পার্কে বসানো হলো বার্ডস হাউস। তার সঙ্গে শিলিগুড়ি ইসকন মন্দির চত্বরেও বসল বার্ডস হাউস ।গাজলডোবার পাশ্ববর্তী এলাকা, চাঁদমণি মন্দির , কিরণচন্দ্র শশ্মান ঘাট প্রাঙ্গণেও সমাবেশ হয় অনেক পাখির। সেইসব পাখির জন্যও ইউনিকের সদস্যদের নিজেদের হাতে বানানো বার্ডস হাউস গাছে গাছে রাখার ব্যবস্থা হতে চলেছে ।

ইউনিকের সমাজসেবী শক্তি পাল বলেন, সেই সব পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে । আর সেই খাবার পরিবেশনের জন্য তৈরি হয়েছে এক অভিনব পাত্র। মূলতঃ ফুলবাড়ি এলাকা হলেও আরো নানা জায়গায় পাখিদের খাবারের বন্দোবস্ত করবে ইউনিক ফাউন্ডেশন টিম । আর সেই সঙ্গে নিয়মিত পরিষ্কার করা হবে খাবারের পাত্র আর বদলে দেওয়া হবে জল। যাতে কোনরকম সংক্রমণের সম্ভাবনা না থাকে। পরিবেশকে সব প্রাণীর বাসযোগ্য করে তুলতে হাত রাখুন ইউনিক ফাউন্ডেশনের হাতে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী, ইসকনের নামকৃষ্ণ দাস ও অন্যান্যরা ।শক্তিবাবু আরও জানিয়েছেন, আমাদের এই কর্মকাণ্ডকে আমরা প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করার চেষ্টা চালিয়ে যাব।পাখিদের খাবার শেষ হয়ে গেলে আমরা খাবার দেওয়ার ব্যবস্থা করছি, একইসাথে প্রতিনিয়ত সেই জলকে পরিবর্তন করছি যাতে সেই বদ্ধজলে জীবাণু সংক্রমণ ঘটতে না পারে।আমার আপনার সকলের দায়িত্ব এই পাখিদের সুস্থ স্বাভাবিক রাখা। মানুষ এবং প্রকৃতি পরস্পরের পরিপূরক। ইউনিক ফাউন্ডেশন টিম যেমন মানুষের পাশে, তেমনই পরিবেশ সংরক্ষণেও তারা অগ্রণী।