
নিজস্ব প্রতিবেদন ঃজলপাইগুড়ি অরন্য ভবনের সামনে ৬২ দিন ধরে অবস্থান আন্দোলন চলছে অরন্য বন্ধুদের । কিন্তু আন্দোলন করলেও তাদের নজর রয়েছে পরিবেশ ও জীবজন্তুর প্রতি। অন্তত শুক্রবার তাঁরা তাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করে দিলেন।

অরন্য বন্ধুদের আন্দোলনের সময় শুক্রবার আন্দোলন মঞ্চের সামনে হঠাৎই একটি ঈগল পাখি উপর থেকে এসে পড়ে। অরন্য বন্ধুরা দেখেন, পাখিটি অসুস্থ । আন্দোলন থামিয়ে অসুস্থ পাখিটিকে জল খাইয়ে সুস্থ করার দিকে নজর দেন অরন্য বন্ধুরা। অরন্য বন্ধুদের সভাপতি অনন্ত রায় জলপাইগুড়ির ডিএফও মৃদল কুমারকে ফোন করে বিষয়টি জানান।এরপর বন কর্মীরা সেখানে এলে তাদের হাতে পাখিটিকে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত অরন্য বন্ধুরা এই ধরনের কাজ করে আসছেন। কোথাও জীব জন্তু উদ্ধার হলে কিংবা কোন বন্য প্রাণী অসুস্থ হলে বা কোথাও কাঠ চুরি হলে তার খবর বন আধিকারিকদের দিয়ে থাকেন অরন্য বন্ধুরা। এদিনও তারা নজির রাখলেন।তাদের অ্যান্দোলনের মঞ্চের কাছে আকাশ থেকে পড়ে অসুস্থ একটি ঈগল পাখি। আর সেই ঈগল পাখিটাকে একটু সুস্থ করে বন দপ্তরের হাতে তুলে দেন তাঁরা ।