বক্সার জঙ্গলে শুরু হল পাখি উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার থেকে বক্সার জঙ্গলে শুরু হল পঞ্চমতম বার্ড ফেস্টিবেল।তা চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত । এবছর পাখি উৎসবে ৩৫ জন অংশগ্রহণ করেছে । বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানান, এবছর বক্সার জঙ্গলে পাঁচটি নতুন রুট তৈরি করা হয়েছে, সেই নতুন রুটে পাখীপ্রেমীরা সকাল থেকে পাখী পর্যবেক্ষণ করবে । বক্সাতে প্রতিবছর পাখি উৎসবে অনেক পাখি প্রেমী ও পাখি বিশেষজ্ঞ অংশগ্রহণ করে। তবে এবছর করোনার কারণে অংশগ্রহণকারীর সংখ‍্যা কম ।

বক্সার জঙ্গলে ইতিমধ্যে ৫১৪ টি প্রজাতির পাখির অস্তিত্ব মিলেছে। প্রতিবছর নতুন কিছু প্রজাতির পাখির অস্তিত্ব মেলে। এবছরও হয়ত নতুন প্রজাতির পাখির সন্ধান মিলবে বলে আশাবাদী সবাই।