
নিজস্ব প্রতিবেদন ঃ হাসপাতালে আয়া মাসিদের পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষদের হাতে প্রতিবছরের মতো এবছরও গরম পোশাক তুলে দিলেন পাশে আছি সংস্থার সদস্যরা। বৃহস্পতিবার ইসলামপুর রয়্যাল স্পোর্টিং ক্লাব চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে গরম পোশাক তুলে দেওয়া হয় বলে জানান সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য। তিনি বলেন, তারা প্রতি বছরই এ ধরনের কর্মসূচি নিয়ে থাকেন। এদিন মোট ত্রিশ জনকে তুলে দেওয়া হয় গরম পোশাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহমর্মী সংস্থার সম্পাদক মিলি ভৌমিক, সমাজকর্মী রাধেশ্যাম দে সরকার, মনোতোষ সিনহা, রিঙ্কু বৈদ্য,অনুভব দাস, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সুশান্ত নন্দী এবং সভাপতি রঞ্জিত যাদব প্রমূখ।
