
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ির মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমীর উদ্যোগে শুক্রবার ডুয়ার্সের গ্রাসমোড় চা বাগানে অসহায় দরিদ্র মানুষদের মধ্যে চাদর ও মোজা বিলি করা হয়। শনিবার আবার সৌমীর স্বেচ্ছাসেবীরা সমাজসেবী মিলি সিনহার নেতৃত্বে আলিপুরদুয়ারের চিলাপাতা ফরেস্টের সিমলাবাড়ি গ্রামের এক বস্তিতে জামাকাপড়, সোয়েটার এবং কম্বল বিলি করেন। মোট ২০০ জন মহিলা পুরুষ এবং শিশুর মধ্যে বিলি করা হয় ওইসব সামগ্রী। এরমধ্যে ১০৭ বছরের এক বৃদ্ধাকে হাতে কম্বল
তুলে দিতে পেরে সৌমীর সদস্যারা গর্বিত বোধ করেন। সিমলাবাড়ি গ্রামের মানুষজন সৌমীর এই মহৎ প্রয়াসে বেশ খুশি। সৌমীর সদস্যরা আবারও ওই গ্রামে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।
