
বাপি ঘোষঃ এ ভারতবর্ষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুণ্যভূমি।এ ভারতবর্ষ নোবেলজয়ী মাদার টেরিজারও পুণ্যভূমি।এ ভারতবর্ষ বহ মনিষীর পুণ্যভূমি।তাই ভারতের টানে বারবার ব্রাজিল থেকে ভারতে আসছেন ব্রাজিলের জাতীয় কবি ইতালো ওভেরো।ছোট ছোট নানান বই নিজে হাতে তৈরি করছেন এই কবি। আর সেসব বইতে থাকছে তাঁর স্বরচিত সব কবিতা। সবই ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে তৈরি কবিতা।

ফুটবলের দেশ ব্রাজিল থেকে ভারতে তিনি বহু বার এসেছেন। প্রথম তাঁর আসা মাদার টেরিজার আদর্শে অনুপ্রাণিত হয়ে। রবিবার শিলিগুড়ি চার্চ রোডে চলতে থাকা সানডে হাটে বিভিন্ন জৈব কৃষির শাকসবজির সঙ্গে এই কবির নির্ভেজাল সব হাতে তৈরি অনু-কবিতার বইও ছিল। কবি সেখানে উপস্থিত ছিলেন চেয়ার টেবিল নিয়ে। বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু জানাচ্ছেন, তাঁরা উত্তরবঙ্গের পাহাড় সমতলে হিলিং ভিলেজ ট্যুরিজমের যে নানান কর্মসূচি নিচ্ছেন তাতে সামিল হয়ে গিয়েছেন ব্রাজিলের এই বিস্ময়কর জাতীয় কবি। ২২ বছর বয়সে তিনি প্রথম ব্রাজিল থেকে ভারতে আসেন নমাস ধরে কার্যত পায়ে হেঁটেই। একেবারে দশ গ্রাম কুড়ি গ্রাম ওজনের অনু কবিতার বই থেকে কয়েককেজি ওজনের কবিতার বই রয়েছে তাঁর। নিজে হাতে তৈরি সেসব কবিতার বইতে তাঁর লেখা সব কবিতাতেই ইংরেজিতে সব একটাই বার্তা, শান্তি -ভালোবাসা,মানুষে মানুষে বন্ধনের বার্তা। কবিতাই পারে মানব প্রেমের বন্ধন দৃঢ় করতে, বিশ্বাস করেন এই বিস্ময়কর কবি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরও তিনি কবিতার বই তৈরি করেছেন। এখন এই কবির বয়স ৫৪ বছর। ১৯ বছর বয়সে তিনি কবিতার চর্চা শুরু করেন।তাঁর বাড়ি ব্রাজিলের ফোর তালেসাতে। পর্তুগিজ ভাষার ওপরও তিনি কাজ করছেন।