পরিবেশ সুস্থ রাখার ভাবনায় শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়িতে সাফাই অভিযান পুলিশ কর্মীর

নিজস্ব প্রতিবেদন ঃরবিবার শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি পিকনিক স্পটে সাফাই অভিযান চালিয়ে মানুষকে প্লাস্টিক দ্রব্য বর্জন করার বার্তা দিলেন পুলিশকর্মী কথা সমাজকমী বাপন দাস ।এদিন তিনি পঞ্চানন বর্মা ক্লাবের সদস্যদের নিয়ে ফুলবাড়িতে পিকনিক করতে আসা লোকজনদের শুভেচ্ছা জানিয়ে এলাকায পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আবেদন করেন । জলপাইগুড়ি এবং ঘোষপুকুর থেকে পিকনিক করতে আসা দলগুলি খুব খুশি এরকম সাফাই অভিযান দেখে । পঞ্চানন বর্মা ক্লাবের সভাপতি মন্টু সিংহ ও সহ সম্পাদক সঞ্জিত সিংহ বলেন, আমরা এই প্রথমবার বাপনদার আদেশে এখানে পরিষ্কার-পরিচ্ছন্ন করলাম এবং আগামী দিনে যাতে পিকনিকপ্রেমীদের অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই এলাকাটি ।