নকশালবাড়িতে দুঃস্থ শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, একসঙ্গে খাওয়াদাওয়া

নিজস্ব প্রতিবেদন ঃ বিগত বছর গুলোর মতোই এবছরও দুঃস্থ শিশুদের সাথে নিয়ে নক্সালবাড়িতে রবিবার নানা আয়োজনে আনন্দ ভাগাভাগি করল শিলিগুড়ির তারুণ্য ।১০০ জন দুঃস্থ শিশুকে নিয়ে কেক কাটা হয়। এরপর আনন্দঘন পরিবেশে শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে সকলকে নিয়ে দুপুরের খাবার একসাথে খাওয়া হয়। এ সময় শিশুদের মাঝে পুরষ্কারও বিতরণ করা হয় বলে তারুণ্যের স্বেচ্ছাসেবী রন্যে রাহা জানিয়েছেন।

রন্যে রাহা আরও বলেছেন, আমাদের লক্ষ্যই হল দুঃস্থ শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করা। দুঃস্থশিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সহ বিভিন্ন উৎসব এবং প্রয়োজনে তাদের পাশে থেকে মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।আমাদের এই ছোট প্রয়াস এ আমাদের পশে থেকে যারা সব দিক থেকে সাহায্য করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পশে থাকার জন্য।