জলপাইগুড়িতে হোমের বিশেষ চাহিদাসম্পন্ন মহিলাদের সহযোগিতা

নিজস্ব প্রতিবেদনঃজলপাইগুড়ি‌র মারিয়া বস্তির হোমে থাকা মহিলা‌দের দিকে সহযোগিতা‌র হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী বুলা ব‍্যানার্জি ও তাঁর সঙ্গী‌রা।এদিন সকাল থেকে দিনভর ওই অসহায় মানুষ‌গুলোর সঙ্গে কাটালেন তাঁরা।

জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মোহিতনগর এলাকায় রয়েছে মারিয়া বস্তি হোম। দীর্ঘ কয়েক বছর ধরে‌ই এই হোমে রয়েছে‌ন বিশেষ চাহিদাসম্পন্ন মহিলারা। ১২ জন বিশেষ চাহিদাসম্পন্ন সহ মোট ২০ জন আবাসিক রয়েছে সেখানে। সমাজসেবী বুলা ব‍্যানার্জি বলেন, হোমের এই অসহায় মানুষ‌গুলো সমাজের মধ্যে থেকেও যেন সকলের থেকে অনেকটাই দূরে। বাইরের জগতের সম্পর্কে কিছুই জানে না এই মানুষ‌গুলো। তাই সময় সুযোগ করে একটি দিন তাদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। সঙ্গী রীনা দাস ও গৌতম দাসকে নিয়ে অসহায় এই মানুষ‌গুলো‌র সঙ্গে কাটিয়ে‌ছেন দিনভর। তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা‌র কথা শুনেছেন।সঙ্গে নিয়ে এসেছেন চাল, ডাল, মাংস, দুধ ও বিস্কুট সহ বিভিন্ন খাদ‍্য সামগ্রী। সেগুলো তুলে দিয়েছে‌ন সকলের হাতে।