
নিজস্ব প্রতিবেদনঃ করোনার জেরে বহু মানুষ অভাবগ্রস্ত। অনেকের চাকরি চলে গিয়েছে। বহু পরিবারের সদস্যদের মুখে বাইরে হাসি থাকলেও ভিতরে অর্থনৈতিক অভাব তীব্র। এই অবস্থায় চাকরি বা টাকা দেওয়ার টোপ দিয়ে নারী পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। তাই রবিবার শিলিগুড়ি সেভক রোডের এম বাজারের সামনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে এরাইজ নামের একটি সংস্থা। বিভিন্ন নাচগান এবং অভিনয়ের মাধ্যমে মানুষকে পাচারের বিরুদ্ধে সচেতন করে ওই সংস্থা।

শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির তরফে সমাজসেবী কৌস্তুভ দত্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, করোনার জেরে বহু মানুষ অভাবগ্রস্ত। আর তার ফলে নানা প্রলোভন দেখিয়ে নারী পাচারকারীরা মেয়েদের অন্যত্র পাচার করতে সক্রিয় হয়ে উঠেছে। অভাবগ্রস্ত মেয়েদের ইচ্ছা না থাকলেও তাদের সিংঙ্গিং বার বা ডান্সিং বারে গিয়ে নাচ বা গান করতে বাধ্য করা হচ্ছে। তারপর তাদের নেশার চক্রে ফেলে জীবন অন্ধকারময় করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে মানুষকে তাই এখনই সচেতন হতে হবে। এরাইজের তরফে সমাজসেবী স্বদীপ্ত স্যামুয়েল বলেন, তাঁরা এই পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠান ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন।