শিলিগুড়িতে আগামী পাঁচ বছরে আবাসন শিল্পে বিনিয়োগ ৩৫ হাজার কোটি, বহু বেকারের কর্মসংস্থান

নিজস্ব প্রতিবেদনঃ আগামী পাঁচ বছরে শিলিগুড়ি ও তার আশপাশে আবাসন শিল্পে বিনিয়োগ হতে চলেছে ৩৫ হাজার কোটি টাকা।এরমাধ্যমে বহু বেকারের কর্মসংস্থানও হবে। ভূমিকম্প এবং সবুজায়নের ভাবনা নিয়েও তাঁরা কাজ করছেন বলে আবাসন শিল্পোদ্যোগীরা জানিয়েছেন। মঙ্গলবার শিলিগুড়ি সেভক রোডের একটি হোটেলে এসোসিয়েশন অফ রিয়েল এস্টেট এডভাইসর্স শিলিগুড়ির এক সাংবাদিক বৈঠক হয়। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি শিলিগুড়িতে রিয়েল টাচ ২০২১ শীর্ষক এক সম্মেলন হতে চলেছে। তাতে দেশের বিভিন্ন প্রান্তের আবাসন শিল্পপতিরা উপস্থিত হবেন। এদিন ওই সংস্থার তরফে কর্মকর্তা রবীন মিত্রুকা, যোগেশ মিত্তাল, অমিত জৈন, সোমনাথ সরকার, বসন্ত আগরওয়ালা,লক্ষন শর্মা, মনোজ শর্মা, সঞ্জীব গুপ্তা, সঞ্জয় গোয়েল, সঞ্জীত গুপ্তা, রাকেশ গর্গ, উত্তম সাহানি প্রমুখ ওইসব তথ্য দিয়েছেন।

এদিন তাঁরা সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন, কলকাতার পরেই পশ্চিমবঙ্গে শিলিগুড়ির স্থান। আর উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হল শিলিগুড়ি। তাঁরা আবাসন শিল্পে গোটা ভারতে শিলিগুড়ির নামকে মেলে ধরতে চান। শিলিগুড়ির ওই সম্মেলন বা কনভেনশনে অসম, ঝাড়খণ্ড, ওড়িশা, দিল্লি, মুম্বাই সহ অন্য স্থান থেকেও প্রতিনিধিরা আসবেন। আসবেন বড় বড় আবাসন শিল্পপতিরা। শিলিগুড়ির মে ফেয়ার টী রিসর্টে অনুষ্ঠানটি হবে।