
নিজস্ব প্রতিবেদনঃ সম্প্রতি দুর্ঘটনায় মৃত্যু হয় শিলিগুড়ির চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাকের। সেই চিত্র সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার শিলিগুড়ি শহরে ভবঘুরেদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টীম। ওই টীমের সমাজসেবী শক্তি পাল জানিয়েছেন, তাঁরা প্রতিদিনই কিছু না কিছু মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করে থাকেন। বুধবার দিনটি তাঁরা বিশেষ ভাবে স্মরণ করলেন প্রয়াত চিত্র সাংবাদিক বিশ্বরূপ বসাককে। সবসময় হাসি মুখে থাকতেন বিশ্বরূপ। তাঁকে কখনোই ভুলতে পারবে না ইউনিকের সদস্যরা। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাই এদিন অভুক্ত ভবঘুরেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
