শিলিগুড়ি সারদাপল্লীতে শিশুদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদনঃ রবিবার শিলিগুড়ি সারদা পল্লীতে সারদা পল্লী নাগরিক সমিতির অফিস কার্যালয়ের উদ্বোধন হল। অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামী রাঘবানন্দ মহারাজ, পদ্মশ্রী তথা বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমূল হক, ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সমাজসেবী বাবলু তালুকদার, সমাজসেবী সনৎ ভৌমিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সারা বছর ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালায় সারদাপল্লী নাগরিক সমিতি। এদিন এই অনুষ্ঠান ঘিরে এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবী সনৎ ভৌমিক বলেন, তাঁরা আগামীদিনে আরও বিভিন্নরকম সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন। পরিবেশ সচেতনতা নিয়েও এলাকার সব নাগরিক একসঙ্গে কাজ করছেন।