
নিজস্ব প্রতিবেদনঃ ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে তারকেশ্বর ও ডিমাপুরের মধ্যে কিষান রেল স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এই ধরনের প্রথম কিষান রেলটি সোমবার ডিমাপুর পৌঁছায়।এই কিষান রেল স্পেশাল ট্রেনটি ডিমাপুর পর্যন্ত চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত চলাচল করবে। কৃষকদের পরিষেবার জন্য ভারতীয় রেলওেয়ের এটি আরও একটি নতুন উদ্যোগ বলে এন এফ রেলওয়ের মালিগাঁওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন।

মুখ্য জনসংযোগ আধিকারিক আরও জানিয়েছেন, তারকেশ্বর ডিমাপুর কিষান রেল স্পেশাল ট্রেনটি( সাপ্তাহিক) তারকেশ্বর থেকে প্রত্যেক শুক্রবার ১০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ডিমাপুর পৌঁছাবে এবং ফেরত যাত্রার সময় ডিমাপুর তারকেশ্বর ট্রেনটি ডিমাপুর থেকে ৩০ জানুয়ারি থেকে প্রত্যেক শনিবার রওনা দিচ্ছে এবং তারকেশ্বর সোমবার ৭.১০ ঘন্টায় পৌছায়। ট্রেনটি পার্সেল লোডিং আনলোডিং করার জন্য উভয় রুটেই ব্যান্ডেল, অম্বিকা কালনা নবদ্বীপ ধাম,পূর্বস্থলী, কাটোয়া, আজিমগঞ্জ,আজিমগঞ্জ সিটি, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, গুয়াহাটি ও লামডিঙে স্টপেজ দেবে। কেন্দ্রীয় বাজেট ২০২০-২১ এর ঘোষণা অনুযায়ী ভারতীয় রেলওয়ের তরফ থেকে পচনশীল ও কৃষি সামগ্রী সহ দুধ,মাংস ও মাছ পরিবহনের জন্য কিষান রেল ট্রেনের পরিষেবা চালু করা হয়। কিষান রেল ট্রেন চলাচলের প্রাথমিক লক্ষ্য হলো উৎপাদন কেন্দ্রের সাথে বাজার ও গ্রাহক কেন্দ্রের সংযোগীকরনের দ্বারা কৃষকদের উপার্জন বৃদ্ধি করা। মুখ্য জনসংযোগ আধিকারিক আরও বলেন, কিষান রেলের দ্বারা পরিবহন করা প্রধান পন্য সামগ্রী হলো পিঁয়াজ, টমেটো, কমলা, আলু,ডালিম, কলা, কাস্টার্ড আপেল, গাজর, ক্যাপসিকাম ও অন্যান্য শাকসবজি। এই কিষান রেলের দ্বারা ফল ও শাকসবজি পরিবহনের ক্ষেত্রে ৫০ শতাংশ সাবসিডি দেওয়া হয়েছে।