
নিজস্ব প্রতিবেদনঃএকদিনব্যাপী ভাওয়াইয়া প্রতিযোগিতা শুরু হল জলপাইগুড়িতে। জলপাইগড়ি পুর ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা মঙ্গলবার থেকে শুরু হল পুরসভায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো,দুর্গা রায় এবং পুরসভার অফিসার বিজয় রায় সহ অন্যান্যরা।এই উৎসবকে সহযোগিতা করেছিল অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তর,পশ্চিমবঙ্গ সরকার।।চটকা ও দরিয়া এই দুটি বিভাগে হয় ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা। মোট ২৫জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেন।
