
নিজস্ব প্রতিবেদনঃঢাক ঢোল বাজিয়ে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জলপাইগুড়িতে শুরু হোলো ৫ দিন ব্যাপী জেলা স্বয়ংসিদ্ধা মেলা। খুশির হাওয়া স্বনির্ভর গোষ্ঠী মহলে।করোনা পরিস্থিতিতে লাগাতার লক ডাউনের জেরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রী বাজার জাত করা যাচ্ছিলোনা। ফলে চরম সমস্যায় পড়েছিলেন তারা। ধীরে ধীরে শুরু হয় আনলক ও নিউ নর্মাল পরিস্থিতি। সরকার সিদ্ধান্ত নেয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ নিয়ে স্বয়ংসিদ্ধা মেলার। আর এতেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন মহিলারা।

শনিবার সন্ধায় জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে জেলা স্বয়ংসিদ্ধা মেলা শুরু হল জলপাইগুড়িতে। এই মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল। এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে ঢাকের ছন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা মাদ্রাসা ময়দানে এসে পৌঁছয়। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা হাতে তৈরি নানান সামগ্রী নিয়ে বসেছেন । ৩৪ টি স্টল রয়েছে মেলায়। হাতের কাজের পাশাপাশি রয়েছে পিঠে পুলির স্টলও।
পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এই মেলা।মেলায় হস্ত শিল্পের দোকান দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা পপি সাহা। তিনি জানান, এই মেলার ফলে আমরা উপকৃত হবো। কারন দীর্ঘ লক ডাউনের ফলে উৎপাদিত সামগ্রী মজুদ হয়ে থাকার ফলে আমাদের ব্যাবসা লাটে ওঠার যোগার হয়েছিলো। অনেকে কাজ পাচ্ছিলেন না। এই মেলার ফলে আবার নতুন ভাবে ব্যাবসা শুরু হয়েছে। এতে আমরা খুব খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক বিবেক ভারমা, এস জে ডি এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন সহ অনেকে।