নৃত্য ফুটে উঠল অঙ্কনে, শিলিগুড়ি শিবমন্দিরে ব্যতিক্রমী সৃজন তিন বান্ধবীর

নিজস্ব প্রতিবেদনঃশিলিগুড়ি শহর লাগোয়া শিবমন্দিরের বাসিন্দা তিন বান্ধবী– অমৃতা চক্রবর্তী, দীপান্বিতা রায় এবং অপর্নিতা দাশগুপ্ত। তিন বান্ধবীর উদ্যোগে শিবমন্দিরের কাফেতে অন্যরকম চিত্র প্রদর্শনী হল দ্য কালার মুভমেন্ট। অঙ্কনের সঙ্গে নৃত্য কলা দীপান্বিতার । অন্যরকম দ্য কালার মুভমেন্ট,নৃত্য ও অঙ্কনের অন্য এক ভাষা। বুধবার বিকালে সেই অন্যরকম প্রদর্শনী ঘিরে কাফেতে আসা অনেকের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হয়। শিলিগুড়িতেতো বটেই উত্তরবঙ্গে এরকম প্রদর্শনী এই প্রথম। দীপান্বিতা মিউজিকের সঙ্গে তাঁর অন্যরকম নৃত্য পরিবেশন করলে তার ভাষা যেন চলমান ছবিতে রংতুলির চোখে প্রকাশ পায় চিত্র শিল্পী অপর্নিতা দাশগুপ্ত এবং অমৃতা চক্রবর্তীর হাতে।

তিন বান্ধবীই বেশ মেধাবী। অপর্নিতা দাশগুপ্ত বিশ্বভারতী থেকে চিত্র কলা বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি এখন শিলিগুড়ির একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের অঙ্কন শিক্ষিকা। তাঁর বাড়িতে বিভিন্ন অঙ্কনের নমুনা রয়েছে। ওই প্রদর্শনীতেও তা ঠাঁই পেয়েছিল। অমৃতা এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতির একজন রিসার্চ স্কলার। অর্থনীতি বিদ্যায় তাঁর গোল্ড মেডেল রয়েছে। ছোট থেকে অঙ্কনের নেশা রয়েছে অমৃতার। দীপান্বিতা এ রাজ্যের বাইরে নৃত্য কলায় তার প্রতিভা মেলে ধরেছেন বিভিন্ন স্থানে। শিল্প কর্মকে যে একটি কাফের মধ্যে অভিনব কায়দায় ফুটিয়ে তোলা যায়, তা তাঁরা তাদের চিন্তন ও সৃজন প্রতিভায় মেলে ধরেছেন।