গোটা দেশেই নজির, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম শিলিগুড়ির মুনমুন সরকারের

নিজস্ব প্রতিবেদনঃ করোনা, লকডাউন পর্বে গোটা দেশেই বিরল ও ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছেন শিলিগুড়ি শক্তিগড়ের মহিলা টোটো চালক মুনমুন সরকার ওরফে আর ব্যতিক্রমী কাজের স্বীকৃতি মুনমুনদেবী আগেও পেয়েছেন। এবারও পেলেন।এবার তাঁর নাম জায়গা করে নিলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। বৃহস্পতিবার মুনমুনদেবী ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শংসাপত্র, স্মারক সহ অন্যান্য স্বীকৃতি পেয়েছেন। করোনার পর্বে যখন করোনা আক্রান্তদের অনেকে অচ্ছুৎ বলে দূরে ঠেলে দিয়েছেন তখন একজন মহিলা হয়েও কোনও ভয় না পেয়ে তিনি করোনা আক্রান্তদের নিজের টোটোতে বিনা ভাড়ায় পৌঁছে দিয়েছেন কোভিড হাসপাতালগুলোতে। আবার করোনা আক্রান্তরা সুস্থ হলে বিনা ভাড়াতেই তিনি করোনা আক্রান্তদের তাঁর টোটোতে চাপিয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন। প্রায় এক হাজার করোনা আক্রান্তকে তিনি তাঁর টোটোতে সেবা দিয়েছেন। করোনার সময় একজন মহিলার এই দুঃসাহসিক কাজ গোটা পৃথিবীতেই একটি নজির বলে বিভিন্ন মহলের অভিমত। এ এক দৃষ্টান্ত, খবরের ঘন্টা কুর্নিশ জানায় এই টোটো চালককে। সম্প্রতি মুনমুনদেবী মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থাও গঠন করেছেন। নাম সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটি। সেই ওয়েলফেয়ার সোসাইটি মহিলাদের মাধ্যমে পুজোপাঠ বা ব্রাহ্মণ্য কাজকর্মের অভিনব ভাবনা গ্রহণ করেছে।