করোনার জেরে এবার ভোটগ্রহণ কেন্দ্র বাড়ল আলিপুরদুয়ারে

নিজস্ব প্রতিবেদন,আলিপুরদুয়ারঃ করোনা পরিস্থিতিতে আলিপুরদুয়ারে বাড়লো ৩৮০টি ভোট গ্রহণ কেন্দ্র। আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় করোনা প্রোটোকল মেনে ভোট গ্রহন কেন্দ্রের সংখ্যা বেড়ে দাড়ালো ১৭০৬। ভোট করাতে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানালেন আলিপুরদুয়ারের নির্বাচনী আধিকারিক জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। শুক্রবার সন্ধ্যেবেলা আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতে এক সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। তিনি আরো বলেন,১০ এপ্রিল আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। মোট ১৭০৬টি কেন্দ্রে ভোটগ্রহণ নেওয়া হবে। তার জন্য মোট ৮১৮৯ জন ভোট কর্মী নিয়োগ করা হয়েছে।