দার্জিলিং জেলায় ভোট করাবেন নয় হাজার ভোট কর্মী

নিজস্ব প্রতিবেদনঃ দিল্লীতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণা করা হয়েছে।আর তারপর থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যায় প্রশাসনিক তৎপরতা।করোনাকালে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করাই এখন লক্ষ্য প্রশাসনের।শনিবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করেন দার্জিলিং জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শশাঙ্ক শেঠি।তিনি বলেন, জেলায় প্রতিটি ভোট কর্মীদের টিকা দেওয়া শুরু হয়ে গিয়েছে।ইতিমধ্যেই কমবেশী ৪০০০ ভোটকর্মী টিকা নিয়েছেন।এমনকি পুলিশদেরও টিকা দেওয়া হচ্ছে।বুথে সকল ভোটকর্মীকেই মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করতে হবে।এমনকি মিটিং মিছিলও করোনা বিধি মেনেই করতে হবে।আমাদের এখানে আপাতত ২কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসছে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও আনা হতে পারে।আর স্পর্শকাতর বুথ এখনও চিহ্নিত হয়নি।এবিষয়ে সকলে কাজ শুরু করেছে।১৭১৯টি বুথে গোটা জেলায় ভোট করাবেন ৯০০০ ভোট কর্মী।করোনার জন্য এবছর ৩১৯টি বুথ বাড়ানো হয়েছে।তবে জেলাশাসকের চিন্তার বিষয় অনেক ভোট কর্মী টিকা নিতে চাইছেননা।তাদের রাজি করানোও এখন তাদের কাছে চ্যালেঞ্জ।দার্জিলিং জেলায় পুরুষ ভোটার সংখ্যা হলো ৬০৯৯৩৩ ও মহিলা ভোটার সংখ্যা হলো ৬১২২৪৩ অর্থাৎ মোট ভোটার সংখ্যা ১২২২১৯০। এদিকে কেন্দ্রীয় বাহিনীও আসা শুরু হয়েছে। শনিবার শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে এসে পৌঁছায় কিছু কেন্দ্রীয় বাহিনী।