শিলিগুড়িতে শুরু উত্তরবঙ্গ বই মেলা, মন্ত্রীর হাত দিয়ে প্রকাশিত আত্মা ও মন, প্রজ্জ্বালিকা সহ অন্যান্য বই

নিজস্ব প্রতিবেদনঃ গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স এসোসিয়েশনের উদ্যোগে শনিবার থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে শুরু হয়েছে উত্তরবঙ্গ বই মেলা।পর্যটন মন্ত্রী গৌতম দেব এদিন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলুড় মঠ পরিচালিত সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের ভারপ্রাপ্ত প্রধান স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ, এসজেডিএর ভাইস চেয়ারম্যান নান্টু পাল, সাহিত্যিক বিমলেন্দু দাস প্রমুখ। সাত মার্চ পর্যন্ত মেলা চলবে। মন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে মেলা মঞ্চে লেখক নির্মলেন্দু দাসের আত্মা ও মন, বাবলী রায় দেবের প্রজ্জ্বালিকা, অনিল সাহার বাহারী ফুলের মেলা, দীপা সরকারের সতোতনা বইগুলো প্রকাশিত হয়।

আত্মা_ও_মন_বইয়ের_উদ্বোধনঃ এদিনের মেলা মঞ্চ থেকে মন্ত্রী আত্মা ও মন বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। বইয়ের লেখক নির্মলেন্দু দাস জানিয়েছেন, আত্মা ও মনের ওপর গাণিতিক বিশ্লেষণ করে এরকম বই বিশ্বে প্রথম প্রকাশিত হল বাংলা ভাষায়। উত্তরবঙ্গ বই মেলার ২৫ নম্বর স্টলে কাব্য নিকেতন — সাহিত্যের ঘর ঠিকানায় বইটি পাওয়া যাচ্ছে। এর আগেও কবি চন্দ্রচূড় নামে পরিচিত নির্মলেন্দুবাবুর আরও অনেক বই যেমন অন্তহীন বেদনা সহ আরও অনেক বই প্রকাশিত হয়েছে। তবে আত্মা ও মন একটি অন্যরকম বই।

বাবলী_রায়_দেবের_প্রজ্জ্বালিকাঃ শনিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হওয়া উত্তরবঙ্গ বই মেলায় মন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে প্রকাশিত হল প্রজ্জ্বালিকা বইটি।বইয়ের লেখিকা বাবলী রায় দেব। এর আগে এই লেখিকার অ্যানি ফিরে যাও পাঠক মহলে বেশ সাড়া ফেলে। এবার প্রকাশিত হল প্রজ্জ্বালিকা। লেখিকা বাবলী রায় দেব জানিয়েছেন, বই মেলার ২৫ থেকে ২৯ নম্বর স্টলে ওই বই দুটো পাওয়া যাচ্ছে। বাবলীদেবী তাঁর বইগুলোয় যেমন প্রচুর তথ্য মেলে ধরেছেন তেমনি তাঁর লেখার মুন্সিয়ানা দারুণভাবে প্রকাশ করেছেন। প্রচুর পড়াশোনা এবং পরিশ্রমের ফসল ওই দুটো বই।এদিকে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন, আগামী পয়লা মার্চ বই মেলায় বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বিশেষ আলোচনা সভা রয়েছে। বিষয় — নেতাজি সুভাষ চন্দ্র বসু ও শিক্ষাবিদ গবেষক অক্ষয় কুমার দত্তের জীবন কর্ম দর্শন নিয়ে আলোচনা।