শিলিগুড়িতে উত্তরবঙ্গ বই মেলায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে শুরু হয়েছে উত্তরবঙ্গ বই মেলা। গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স এন্ড বুক সেলার্স এসোসিয়েশন এই মেলার আয়োজক।মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত। স্থানীয় লেখক সাহিত্যিকদের এবার মেলায় উৎসাহিত করা হচ্ছে। মেলায় রয়েছে লিটল ম্যাগাজিনের স্টলও। লেখক নির্মলেন্দু দাস তাঁর আত্মা ও মন,অন্তহীন বেদনা সহ অন্যান্য বই নিয়ে বসেছেন। তাঁর মা বৃদ্ধা মুকুল দাসের বইও রয়েছে স্টলে লেখক গৌরিশঙ্কর ভট্টাচার্যও মেলা নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন,বইয়ের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। তা মেলায় ঘুরলেই বোঝা যায়।

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে চলতে থাকা এই উত্তরবঙ্গ বই মেলায় সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্ম বর্ষ ও শিক্ষাবিদ গবেষক অক্ষয় কুমার দত্তের দ্বিশত জন্মবর্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন, উত্তরবঙ্গ বইমেলা মঞ্চে বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্য্যন্ত বিশেষ ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন ডঃ তাপস চট্টোপাধ্যায়, জয়ন্ত ভট্টাচার্য, অনিল সাহা প্রমুখ।