
নিজস্ব প্রতিবেদনঃনতুন প্রজন্মের তরুণ তরুণীদের মধ্যে ভোট প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাড়াতে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে অভিনব প্রচার। জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই নিয়ে প্রচার শুরু করেছে জেলা প্রশাসন।
ভবিষ্যতের ভোটার খোঁজার জন্য ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন কলেজকে বেছে নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের বিভিন্ন সেমিনারের মাধ্যমে আগামী প্রজন্মের ভোটার ও পরিবার পরিজনদের সঠিক ভাবে ভোটদান পর্ব বোঝানো হয় । বিশেষ করে মেয়েদের ভোট প্রক্রিয়া সম্পর্কে জাগ্রত করার জন্য উদ্যোগ নিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা। নতুন প্রজন্মের তরুণ তরুণীদের ভোট প্রক্রিয়ার অংশগ্রহণের বিষয়ে মঙ্গলবার জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা সহ জেলা নির্বাচন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা।ভোটদানের প্রতি নবীন প্রজন্মের ভোটারদের কিভাবে আরও বেশি করে আগ্রহ তৈরি করা যায় এই নিয়েই মূলত জেলা জুড়ে প্রচার করা হচ্ছে বলে জানান জলপাইগুড়ির ডি আইসিও ইনচার্জ খানডোমা ভটিয়া।
