
নিজস্ব প্রতিবেদনঃ হতদরিদ্র মানুষ, যাদের দুবেলা অন্ন যোগাড় করাই কষ্টকর, তাদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দিয়ে নজির গড়ছেন শিলিগুড়ির ওষুধ ব্যবসায়ী সৌমেন নন্দী। আর যারা সাধারণ মানুষ তাদের জন্য ওষুধ কেনাকাটার ওপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে সৌমেনবাবুদের আস্থা মেডিক্যাল। তাদের এই ব্যতিক্রমী প্রয়াস অন্য অনেক ওষুধ ব্যবসায়ীদের কাছে শিক্ষনীয় একটি দিক হয়ে উঠেছে।

বৃহস্পতিবার শিলিগুড়ি বিধান রোডে আস্থা মেডিক্যালে বসে সেখানকার অন্যতম ডিরেক্টর সৌমেন নন্দী বলেন, বহু গরিব সাধারণ মানুষ টাকার অভাবে জীবনদায়ী ওষুধ ঠিকমতো কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করে শিলিগুড়ির আস্থা মেডিক্যাল ওষুধ কেনাকাটার ওপর বিশেষ ছাড় চালু করেছে। শুক্রবার থেকে আস্থা মেডিক্যালের শিলিগুড়ি বাঘাযতীন রোড এবং সেভক রোডের দোকানে গেলে ট্যাবলেট, ক্যাপসুল প্রভৃতির ওপর ১৮ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। যদি রবিবার তাদের দোকান থেকে কেউ ওষুধ কেনেন তবে ১৯ শতাংশ ছাড় পাবেন।ওই ওষুধের দোকানে অন্যান্য কেনাকাটার ওপর রয়েছে আরও অনেক ছাড়।
হঠাৎ করেই যে তাঁরা এই ছাড় প্রথা চালু করেছেন তা কিন্তু নয়। প্রথমে ১৫ শতাংশ, তারপর ১৭ শতাংশ, এবার ১৮ শতাংশ বিশেষ ছাড় চালু হল ট্যাবলেট, ক্যাপসুল প্রভৃতি কেনাকাটার ওপর। প্যাম্পার, হাগিস কিনলে ২০ শতাংশ ছাড়। এই ওষুধের দোকান বর্তমানে শিলিগুড়ি বাঘাযতীন রোড, সেভক রোডে থাকলেও শীঘ্রই প্রধান নগর এবং চম্পাসারিতে আরও দুটি ওষুধের দোকান চালু হচ্ছে তাদের। সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা বলে দোকানের ম্যানেজিং ডিরেক্টর সৌমেনবাবু জানিয়েছেন।