
নিজস্ব প্রতিবেদনঃ রবিবার কলকাতার ব্রিগেড ময়দানে ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন মেলে ধরেন তেমনই তৃনমুল সরকারের সমালোচনা করেন। এরাজ্যের মানুষের কাছে এবার বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার আবেদন জানান। তিনিও তাঁর ভাষনে বলেন, খেলা হবে। এদিন ব্রিগেডের সেই সভায় সুপার স্টার মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেন।

এদিকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃনমুল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা পর কর্মীসভাতে খেলা হবে স্লোগান দিলেন তৃণমূল নেত্রী। রবিবার মাল্লাগুড়ি মোড় থেকে এক বিরাট পদযাত্রায় অংশ নিয়ে হাসমি চক বা ভেনাস মোড়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দেওয়ার দাবি তোলার সঙ্গে তৃনমুল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে।
অপরদিকে শিলিগুড়ির তৃনমুল নেতা নান্টু পাল শিলিগুড়ি কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। শিলিগুড়ি কেন্দ্রে ঘোষিত তৃনমুল প্রার্থীর নাম তিনি মেনে নিতে পারছেন না বলেও এদিন নান্টুবাবু সাংবাদিকদের জানিয়েছেন। শিলিগুড়ির যানজট সমস্যা, হাইড্রলিক পার্কিং সহ শিলিগুড়ির মানুষের আরও অনেক সমস্যা নিয়ে তিনি লড়াই করতে চান বলেও নান্টু পাল জানিয়েছেন।