
নিজস্ব প্রতিবেদনঃ নারী নির্যাতনের বিভিন্ন অভিযোগ যেসব পাওয়া যায় তাতে বহু ক্ষেত্রে দেখা যায়, গৃহবধূ নির্যাতনে অভিযুক্ত হয়ে পড়ছেন শাশুড়িরা। বহু সংসারে মিল নেই শাশুড়ি বউমার। এরমধ্যে আবার ইতিবাচক খবরও রয়েছে। কিছু ক্ষেত্রে কোনও কোনও পরিবারে শাশুড়ি বউমার খুব মিল রয়েছে। যেমন ৯৬ বছর বয়স্কা শাশুড়ি, নাম মুকুল দাস। আর গোপা দাস বউমা,সঙ্গীত শিল্পী ও কবি। শিলিগুড়ি হায়দরপাড়া শরৎ পল্লীতে শাশুড়ি বউমা বেশ মিলেজুলে রয়েছেন কবিতা ও সঙ্গীত নিয়ে। কোনও বিরোধ নেই শাশুড়ি-বউমার। নারী দিবসকে সামনে রেখে শাশুড়ি-বউমা দুজনেই সকলকে মিলজুলে থাকার আবেদন জানিয়েছেন। সংসারে নারীই নারীর শত্রু হোক তা তাঁরা চান না। তাঁরা বলেন, নারী দিবস তখনই সার্থক হবে যখন প্রতিটি নারী ঐক্যবদ্ধ থাকবেন।
