
নিজস্ব প্রতিবেদনঃ কীভাবে ভোট দেবেন, জানা প্রয়োজন নতুন ভোটারদের।পুরনো ভোটারদেরও অনেকে জানেন না ভোট কিভাবে দিতে হয়। তাদের সকলের জন্য ভোট দানের পদ্ধতি হাতেকলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে শিলিগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে। ভোট একটি ইতিবাচক ভাবনা। আপনার পবিত্র ভোট যাতে নষ্ট না হয় তারজন্য শিলিগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে বুঝে আসতে পারেন। সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মহকুমা নির্বাচনী দপ্তর বুঝিয়ে দিচ্ছে ভোট দানের পদ্ধতি সম্পর্কে।

২৩ মার্চ দার্জিলিং জেলায় ভোটের বিজ্ঞাপ্তি জারি হবে। ৩০ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। স্ক্রুটিনী হবে ৩১ মার্চ । ৩ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১৭ এপ্রিল ভোট গ্রহণ। জেলার পাঁচটি বিধানসভা মিলিয়ে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ১২২২১৯০ জন ভোটদাতা এবার পাঁচ জন বিধায়ককে নির্বাচিত করবেন। এরমধ্যে পুরুষ ভোটদাতা ৬০৯৯৩৩, মহিলা ভোটদাতা ৬১২২৪৩। ১৮ থেকে ১৯ বছরের নতুন ভোটার এই জেলায় ২৬৪৩৫ জন,এরমধ্যে পুরুষ ভোটার ১৪০২৪ জন, মহিলা ভোটার ১২৪১০ জন, তৃতীয় লিঙ্গ একজন। জেলার পাঁচটি বিধানসভায় ১৯ বছরের ওপরে ভোটদাতার সংখ্যা ১১৯৫৭৫৫,এরমধ্যে পুরুষ ৫৯৫৯০৯, মহিলা ৫৯৯৮৩৩ জন, তৃতীয় লিঙ্গ ১৩ জন। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিলিগুড়ি বিধানসভায় সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ভোটার ২২৪৮৮৬,পুরুষ ১১৪৩৪৯, মহিলা ১১০৫৩১,তৃতীয় লিঙ্গ ৬ জন। শিলিগুড়ি বিধান সভা এলাকায় ১৮ থেকে ১৯ বছরের নতুন ভোটার ৩৩১২ জন, পুরুষ ১৮৯৬, মহিলা ১৫০৫, তৃতীয় লিঙ্গ একজন। ১৯ বছরের ওপরে মোট ভোটার ২২১৫৭৪ জন, পুরুষ ১১২৫৪৩, মহিলা ১০৯০২৬, তৃতীয় লিঙ্গ পাঁচ জন।