উন্নয়নের খতিয়ান বাম-কংগ্রেসের, বয়স্কদের প্রনাম শঙ্কর ঘোষের, ছুটছেন গৌতম দেব

নিজস্ব প্রতিবেদনঃবিগত পাঁচ বছরে কি কি কাজ করেছেন শিলিগুড়ির বাম বিধায়ক অশোক ভট্টাচার্য।তা শুক্রবার শহরের মানুষের কাছে তুলে ধরল কংগ্রেস এবং সিপিএম। শিলিগুড়ি সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক ডেকে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করলেন সেই উন্নয়নের খতিয়ান। তবে কাজ করতে গিয়ে সব সময় যে রাজ্য সরকারের বাধার মুখে পড়তে হয়েছে সে কথাই বলেছেন বাম এবং কংগ্রেস নেতারা। শিলিগুড়িতে এবার পুনরায় বাম প্রার্থী হয়েছেন সদ্যবিদায়ী বিধায়ক তথা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য। অশোকবাবু শিলিগুড়ি শহরের জন্য কি কি কাজ বাম জমানায় করেছেন এবং তৃণমূল জমানায় করেছেন সবটাই তুলে ধরেছেন পাশাপাশি তৃণমূল জমানায় কাজ করতে গিয়ে কি কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাও ভোটারদের কাছে তুলে ধরেছেন। প্রতিটি ক্ষেত্রে অর্থনৈতিক সংকট এবং রাজ্য সরকারের বঞ্চনার কথা বলে গিয়েছেন বাম নেতা এবং কংগ্রেস নেতারা। আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বাম নেতা জীবেশ সরকার, কংগ্রেস নেতা জীবন মজুমদার এবং কংগ্রেস ও বামের বেশ কয়েকজন নেতা নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোকবাবু বলেন, বাধার মধ্যে লড়াই চালিয়েছেন তিনি। শহরে প্রচুর কাজ করেছেন। কিন্তু রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করেনি। যা করেছেন তা তিনি নিজেই করেছেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র এবং বাম বিধায়ক হিসেবে। শহরে নতুন ফ্লাইওভার বা মহানন্দা নদী দূষণ রুখতে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি বলেও অশোকবাবু অভিযোগ করেন।

অপরদিকে বৃহস্পতিবার শিলিগুড়ি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসাবে শঙ্কর ঘোষের নাম ঘোষিত হয়। আর শুক্রবার থেকে পুরো শক্তি নিয়ে ভোট যুদ্ধে নেমে পড়লেন শঙ্কর ঘোষ। ভোট প্রচারে বেরিয়ে তিনি বয়স্কদের পা ধরে প্রনাম সেরে ভোট চাইছেন আর শিশুদের গাল টিপে স্নেহ করছেন। সকালে কালিবাড়িতে পুজো দিয়ে শুরু হয় তাঁর ভোট প্রচার। প্রচারে বেরিয়ে ১৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের ওয়ার্ড কো-অর্ডিনেটর সুজয় ঘটকের সঙ্গে দেখা হতেই রাজনৈতিক সৌজন্যতাও চলে।

ভোট প্রচারে পিছিয়ে নেই ডাবগ্রাম ফুলবাড়ি আসনের হেভিওয়েট প্রার্থী গৌতম দেবও। রীতিমতো ছুটছেন তিনি। ভোরে ঘুম থেকে উঠেই ভোট প্রচারের জন্য ছুটছেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সভা আসনের তৃনমুল প্রার্থী গৌতম দেব। শিশুদের মধ্যে চকোলেট বিলি ছাড়াও ভোট প্রচারের ফাঁকে তিনি পুজোও সেরে নিচ্ছেন। শুক্রবার শিলিগুড়ি হায়দরপাড়ার ৩৯ নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারেন। বৈঠক করেন ব্যবসায়ীদের সঙ্গেও।