
বাপি ঘোষ ঃ ১৯৬৭ সালের ২৫ মে নকশালবাড়ির ব্যাঙাইজোত এলাকায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ২ জন শিশু সহ ১১ জন কৃষক রমনীর।এরপর নকশালবাড়ির নাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল আরও বেশি করে। জমিদার জোতদারদের বিরুদ্ধে নকশালবাড়ির কৃষক আন্দোলন ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে লেখা রয়েছে। ব্যাঙাইজোতে আজ শোভা পায় সেই শহিদদের স্মৃতি স্তম্ভ। সেই সময় গুলিতে নিহত ধনেশ্বরীদেবীর পুত্র পবন সিংহ ওই ঘটনার পর থেকে ভোট বয়কট করে আসছিলেন।তবে এবার তিনি ভোট দেবেন।
