
নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ি শহরে সাধারণ মানুষের পাশে ফ্রি সার্ভিস সাহায্যের হাত বাড়িয়ে দিল গ্রীন জলপাইগুড়ি । শনিবার জলপাইগুড়িতে গ্রীন জলপাইগুড়ির পক্ষ থেকে টোটো এম্বুলেন্সের শুভ সুচনা করা হল । এদিন জলপাইগুড়ির রাজ বাড়ির মন্দিরে পুজো দিয়ে পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চরণের মধ্য দিয়ে এই এম্বুলেন্স টোটোর শুভ সুচনা হয়। গ্রীন জলপাইগুড়ি সুত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত রোগী ও শ্বাস কষ্টে বাড়িতে ভুগছেন এমন রোগীকে পরিষেবা দিতেই এই এম্বুলেন্স টোটো । এই টোটো এম্বুলেন্সে সর্বক্ষন সেবা দেওয়ার জন্য চালক সহ তিন জন পিপি কিড পড়ে প্রশিক্ষিত ভলেন্টিয়ার থাকবেন । এছাড়াও থাকছে অক্সিজেন সিলিন্ডার, লেমুলাইজার মেশিন, পালস মাপার মেশিন প্রাথমিক চিকিৎসা হিসেবে ফাস্ট এইড বক্স। গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অংকুর দাস বলেন, করোনা পরিস্থিতির জন্য ২৪ ঘন্টা এই টোটো এম্বুলেন্স পরিসেবা দেওয়া হবে। করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি যারা বাড়িতে শ্বাস কষ্টে ভুগছেন তাদের পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ ।অক্সিজেনের জন্য প্রায়
৪৪ টা সিলিন্ডার মজুত রাখা আছে। এর পাশাপাশি জনসাধারণকে পরিসেবা দিতে বৃহস্পতিবার আরও একটি আম্বুলেন্স আসছে বলে তিনি জানান।
