শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান এবার গৌতম দেব

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান হিসাবে এবার দায়িত্বভার গ্রহন করতে চলেছেন গৌতম দেব। তিনি রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী। এর আগে পুর নির্বাচন না হওয়ার পরিস্থিতিতে প্রাক্তন পুর মন্ত্রী অশোক ভট্টাচার্য শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান, তার আগে মেয়র হিসাবে দায়িত্ব সামলেছেন। যদিও প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার সামলানোর নির্দেশ পেয়ে গৌতমবাবু বলেছেন, তিনি শুক্রবার সকালে পুরসভায় গিয়ে দায়িত্ব বুঝে নেবেন। অশোকবাবুর কাছ থেকেও অভিজ্ঞতা, পরামর্শ তিনি শুনবেন। তবে এখন প্রধান কাজ হলো করোনা পরিস্থিতি মোকাবিলা করা। অন্যদিকে অশোকবাবু জানিয়েছেন, সামনে শিলিগুড়িতে পুর ভোট হলেও তিনি আর ভোটে প্রার্থী হবেন না। আরও অনেক কথাই বলেছেন অশোকবাবু।প্রসঙ্গত সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভার ভোটে শিলিগুড়ি আসনে পরাজিত হয়েছেন অশোকবাবু। ভোটের ফলাফলে দেখা যায়, তাঁর স্থান তৃতীয়। অপরদিকে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসনে পরাজিত হয়েছেন গৌতমবাবু। শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় বিগত কয়েকবছর ধরে উন্নয়নের কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দুজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব।