শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন গৌতম দেব

নিজস্ব প্রতিবেদনঃশুক্রবার শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন গৌতম দেব। এদিন দায়িত্বভার গ্রহন করেই গৌতমবাবু বলেন, এখন প্রধান কাজ হল করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা। এখন পুরসভার সব কর্মী এবং আধিকারিকদের ছুটি বাতিল। যেসব কর্মী এতদিন অফিসে আসতেন কিন্তু কোনো কাজ করতেন না, তাদের বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হবে করোনা পরিস্থিতি দেখভাল করার জন্য। একইসঙ্গে গৌতমবাবু আরও বলেন, দীর্ঘদিন এই পুরসভা চালিয়েছেন অশোক ভট্টাচার্য। প্রয়োজনে তাঁর পরামর্শও তিনি গ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে শিলিগুড়ি পুরসভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। প্রয়োজনে তাঁর পরামর্শ নিতেও যে তিনি পিছপা হবেন না এদিন সেটাও পরিস্কার করে জানিয়ে দেন গৌতম দেব।