
নিজস্ব প্রতিবেদন ঃ ওল গাছের মধ্যে ফুল আসার মতো বিরল ঘটনা নিয়ে গবেষণা শুরু হয়েছে দক্ষিন ২৪ পরগণার জয়নগর নিমপিঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রে। ওল গাছের মধ্যে ফুল ধরেছে, তাতে পুং কেশর এবং গর্ভ কেশর থেকে পরাগের পরিবেশ তৈরি হয়েছে। আর এ থেকে বীজ হওয়ার সম্ভাবনাও রয়েছে। ওল গাছে ফুল ধরার এই বিরল ঘটনা নিয়ে তাই গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা।তথ্য ঃ অনামিকা বনিক
