
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়িতে করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী মানবিক কাজে নজির তৈরি করেছেন টোটো চালক মুনমুন সরকার। করোনা আক্রান্তদের বিনা পয়সায় হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিনামূল্যে বিভিন্ন স্থানে স্যানিটাইজেশন করে চলেছেন তিনি। শুক্রবার আরও এক ব্যতিক্রমী মানবিক ধর্মের নজির তৈরি করলেন তিনি। এদিন তিনি টোটো চালিয়ে রাজগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলিতে পৌঁছে যান। তারপর একের পর এক বিভিন্ন মসজিদ স্যানিটাইজ করেন। মসজিদের মধ্যে মহিলাদের প্রবেশ নিষেধ থাকলেও এদিন তিনি সেখানে মসজিদের ভিতরে প্রবেশ করে স্যানিটাইজ করার অনুমতি পান। শুধু স্যানিটাইজেশন নয়, তিনি মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে করোনা সচেতনতার প্রচার করে মাস্ক বিলি করেন। এখন মুসলিমদের রমজান চলছে। এরজন্য তাদের নিয়ম করে রোজা সহ অন্য নিয়ম পালন করতে হয়। তারমধ্যেই মুনমুনদেবী সেখানে করোনা সচেতনতার বিভিন্ন কাজ করে উদাহরন তৈরি করেন। মানুষ, আমরা সবাই মানুষ — করোনার বিরুদ্ধে সব মানুষকে একসঙ্গে লড়তে হবে এই বার্তা নিয়ে মুনমুনদেবী একজন মহিলা হয়ে এদিন যে কাজ করলেন তারজন তাঁকে বারবারই বলতে হয়,দিদি, আপনি সত্যিই শ্রদ্ধার দিদি– আপনি এইসময় একজন বড় যোদ্ধা, আপনাকে সেলাম!!!
