করোনা নিয়ে চিন্তার সময় শ্বাস-প্রশ্বাসের কিছু নিয়ম জানালেন এই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদনঃ নিজের বাড়িতে তিনি পাখিদের স্নান এবং জল পানের জন্য বড় বড় পাত্র বসিয়েছেন। জল রাখা সেসব পাত্রে এসে নিয়মিত জল পানের সঙ্গে স্নান সেরে নেয় বহু পাখি।আবার কুসংস্কার ভেঙে নিজের বাড়িতেই ঘুঘু পাখিকে তিনি বাসা তৈরিতে উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে কোথায় কবে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার খবরাখবর সংগ্রহ করে তিনি বিভিন্ন মানুষকে তা জানাচ্ছেন। শিলিগুড়ি হায়দরপাড়ার বাসিন্দা, অবসরপ্রাপ্ত রেল স্টেশন ম্যানেজার সুনীল কান্তি বড়ুয়া এই করোনা আবহে অন্যরকম সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। করোনা ঠেকাতে শ্বাসপ্রশ্বাসের ওপর তিনি কিছু ব্যায়ামের কথাও জানাচ্ছেন। আসন্ন বুদ্ধ জয়ন্তীকে সামনে রেখেও তিনি কিছু বার্তা দিচ্ছেন।