নিজস্ব প্রতিবেদন ঃ করোনার এই দুর্যোগের সময় নার্সিং হোমের অরাজকতা বরদাস্ত করা হবে না।নিয়মের বাইরে অতিরিক্ত বিল নিতে পারবে না নার্সিং হোম।মঙ্গলবার শিলিগুড়িতে এই খবর পরিস্কার করে জানিয়ে দিয়েছেন পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। তাছাড়া অতি দ্রুত একদুদিনের মধ্যে শিলিগুড়িতে করোনার প্রতিষেধক টিকাকরন শুরু হতে চলেছে বলে গৌতমবাবু জানিয়েছেন। এদিন শিলিগুড়ি পুরসভায় করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।
