
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি গুরুংবস্তিতে রয়েছে বহু প্রাচীন বৌদ্ধ মঠ বা মন্দির। যদিও এই করোনা দুর্যোগের সময় করোনা নিয়ন্ত্রণের জন্য তা ভক্তদের জন্য সবসময় খোলা থাকছে না। করোনা বিধি মেনে চলা হচ্ছে সেখানে। শিলিগুড়ি বুদ্ধিস্ট এসোসিয়েশন পরিচালিত সেই মঠ-মন্দিরের উপদেষ্টা গোপাল লামা। শিলিগুড়ির অবসরপ্রাপ্ত মহকুমা শাসক হলেন গোপাল লামা। তাছাড়া তিনি দার্জিলিং জেলা প্রশাসনের একজন অবসরপ্রাপ্ত পদস্থ আধিকারিক। অত্যন্ত সৎ, বিনয়ী এবং ভালো মানুষ হিসাবে বিভিন্ন মহলে বেশ জনপ্রিয় এই অবসরপ্রাপ্ত আধিকারিক। তিনি খবরের ঘন্টার মুখোমুখি হয়ে জানালেন, গতবছর করোনা লকডাউনের জেরে বুদ্ধ জয়ন্তীর অনুষ্ঠান হয়নি।এবারেও তা সেভাবে হচ্ছে না। কারন করোনার দ্বিতীয় ঢেউ। আগামী ২৬ মে বুদ্ধ পূর্ণিমা। সেই পরিপ্রেক্ষিতে গোপাল লামা বলেন, সেভাবে অনুষ্ঠান করে এবার বৌদ্ধ জন্মজয়ন্তী পালিত না হলেও বাড়িতে বসেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা গৌতম বুদ্ধকে স্মরণ করবেন। বর্তমান করোনা দুর্যোগের সময় আজও বড় প্রাসঙ্গিক গৌতম বুদ্ধের দর্শন। তাঁর দেওয়া পঞ্চশীল নীতি অনুসরণ করলে আমরা আমাদের অনেক দুঃখ, কষ্ট জয় করতে পারবো।গৌতম বুদ্ধের দর্শন আমাদের ভালো থাকার রাস্তা দেখায়।
