
নিজস্ব প্রতিবেদন ঃশুক্রবার পবিত্র ঈদ উৎসব। আর ঈদকে সামনে রেখে ক্রান্তির পিছিয়ে পড়া মানুষদের মধ্যে ত্রান হিসাবে বৃহস্পতিবার খাদ্য সামগ্রী বিতরন করেন পদ্মশ্রী তথা বাইক এম্বুলেন্স দাদা করিমূল হক। এদিকে করোনা দুর্যোগের এই সময় মানুষকে সেবা করার কাজ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন পদ্মশ্রী। বিভিন্ন মুমূর্ষু রোগীকে তিনি বিনা পয়সায় এম্বুলেন্স করে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন। প্রখ্যাত ফিল্ম স্টার সোনু সুদ মুম্বাই থেকে পদ্মশ্রীকে বলেছেন, আপনি আরও কুড়িটি অক্সিজেন সিলিন্ডার কিনে আরও বেশি করে এই দুর্যোগে মানুষকে অক্সিজেন পৌঁছে দিন।পুরো টাকাই বহন করবেন সোনু সুদ। কিন্তু শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে কুড়িটি অক্সিজেন পাচ্ছেন না। করিমূলবাবু বলেন, কুড়িটি অক্সিজেন সিলিন্ডার পেলে আরও বেশি করে মানুষের সেবা করতে পারতাম।
